মুন্সীগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কাজী বিপ্লব হাসান : মুন্সীগঞ্জে “প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ই ফেব্রæয়ারি ২০২৪ সোমবার সকাল ১০টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু জাফর রিপন বিপিএএ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশারাফুর আলম, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক আয়নাল হক স্বপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানষিক চৈতন্যে বিকাশ ঘটায়। ইদানিং শিশু কিশোররা নিয়মিত খেলতে পারছেনা কারণ তারা খেলার জন্য মাঠ পাচ্ছেনা। বাধ্য হয়েই কম্পিউটারের মাধ্যমে তাদের খেলতে হয়। এতে তাদের মানষিক চাপ বৃদ্ধি পায় এবং মানষিক শক্তি কমে যায়। তাছাড়া সকল শিক্ষার্থীর জন্যই পড়া শোনার পাশাপশি খেলাধুলার নিয়মিত চর্চা থাকতে হবে। এটা তাদের মানষিক বিকাশে সহায়তা করে। এটা না হলে কিশোর ও যুবকরা মাদকের মতো মারাত্মক নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে খেলার মাঠ সংযোগ করছেন যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা চর্চা করতে পারে। তাতেই ভবিষ্যতে এই কিশোরদের মধ্যে থেকেই অনেক বড় বড় খেলোয়ার তৈরি হবে। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার জন্য নিজেদের তৈরি করতে পারবে। তাই খেলায় আগ্রহী সকল কিশোর ও যুবকদের উৎসাহ দিচ্ছি নিয়মিত খেলার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *