আবু সাঈদ দেওয়ান সৌরভ:ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও সচেতনতামীলক বার্তা প্রচার করেছে “মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা”
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার ও তার আশেপাশের এলাকায় সংগঠনের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা গ্রুপে বিভক্ত হয়ে এ কার্যক্রম পরিচালনা করে।
সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝান— ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের বাসা ও আশেপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তারা সবাইকে অনুরোধ করেন যেন কেউ ফুলের টব, পুরনো টায়ার, পানির ট্যাংক বা খোলা পাত্রে পানি জমতে না দেয়, কারণ এখানেই জন্ম নেয় এডিস মশা, যা ডেঙ্গুর বাহক।
মুন্সীগঞ্জ সেচ্ছাসেবী সংস্থা সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন, আমরা চাই মুন্সীগঞ্জ যেন ডেঙ্গুমুক্ত শহর। এজন্য প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা ছাড়া এই রোগ প্রতিরোধ সম্ভব নয়।”
সংগঠনের সাধারণ সম্পাদক নুসরাত জাহান জানান, আমাদের লক্ষ্য শুধু লিফলেট বিতরণ নয়, মানুষের মনে সচেতনতার বীজ রোপণ করা। আগামীতে আমরা আরও বিস্তৃত এলাকায় এই কর্মসূচি চালিয়ে যাব।”
এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার প্রতিশ্রুতি দেন।