কাজী বিপ্লব হাসান: জেলা ক্রীড়া সংস্থা মুন্সীগঞ্জের আয়োজনে ও একমি গ্রæপের পৃষ্ঠপোষকতায় ৩১শে মার্চ ২০২৪ রবিবার সকাল ৯টায় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ‘একমি মুন্সীগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪’ শুভ উদ্ভোধন অনুষ্ঠান ও উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবাগত এমপি হাজী ফয়সাল বিপ্লব। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আবু জাফার রিপন বিপিএএ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম ও একমি গ্রæপের নির্বাহী পরিচালক মো: ফেরদৌস খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জুনায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপন ও গোলাম সারওয়ার ফারুক। এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রিকেট লীগের শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধনী দিনে মাঠে খেলতে নামে এ্যামেচার ক্রীড়া একাডেমি ও লিজেন্ড অব মুন্সীগঞ্জ। কিন্তু বৃষ্টির কারনে খেলাটি পরিত্যাক্ত হয় এবং দু’দলকে ১-১ করে পয়েন্ট দেয়া হয়।