বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ

তুষার আহাম্মেদ –  প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। আর এ ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজায়। সেতুর টোল প্লাজায় ৭টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এরপরও টোল প্লাজার সামনে যানবাহন বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে ওই মহাসড়কে অতিরিক্ত মোটরসাইকেল দেখা গেছে। নিজস্ব এই দুই চাকার যানটি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। মোটরসাইকেলের বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর টোল প্লাজায় আলাদা লেন করে দেওয়া হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে যানবাহনের অধিক চাপ থাকায় টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে মহাসড়কে এবারের ঈদযাত্রা নিবিঘ্ন। কোথাও বিড়ম্বনা নেই।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এছাড়া ঈদে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন সেতু নিরাপত্তাকর্মীরা।

অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এড়াতে ও ওভারটেকিং বন্ধে স্পিড গানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।

তবে ঈদে ঘরে ফেরা মানুষজনের অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যানবাহনের টোল আদায় কার্যক্রম ধীর গতিতে চলায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে গাড়িচালক ও যাত্রীদের।

হাইওয়ে পুলিশের হাঁসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, যানজট নিরসনে এবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মহাসড়কে কাজ করছি আমরা। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রীদের নিরাপত্তা স্বার্থে বিভিন্নভাবে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভির মাধ্যমেও পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের টোল আদায়ে ধীর গতির প্রসঙ্গে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, যানবাহনের বাড়তি চাপের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে মহাসড়কে টোল আদায়ের কার্যক্রম, টোল বুথের সংখ্যা কম থাকায় কিছুটা ধীর গতি তৈরি হয় যানবাহন চলাচলে। তবে শীগগিরই আরও টোল বুথ ও জনবল নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *