তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ারে আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ(২০) নামের একজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১৩ ই এপ্রিল) রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় ভাঙচুর করা হয়েছে ১০ থেকে ১২ টি বসতঘর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লা কান্দি গ্রামের আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পরে সাধারণ মানুষ। এসময় রাব্বি ও পারভেজ (২০) নামে দুই জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান পারভেজ (২০)।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ বলেন,গুলিবিদ্ধদের মধ্যে রাব্বির অবস্থা তেমন সংকটপূর্ণ নয়। তবে পারভেজের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি গুলি চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের পর গ্রাম দুটিতে অভিযান চালানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খাইরুল হাসান জানান, গুলিবিদ্ধ দুজনের কথা শুনেছি। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা পুরুষ শূন্য রয়েছে। আহমদ আলী বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য সমর্থক এবং মামুন গ্রুপ সাবেক সংসদ সদস্য নৌকা সমর্থক। ১০ থেকে ১৫ টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।