মুন্সীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

মুন্সীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১২ই মে রবিবার সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার জনাব শহীদুল আলম ঝিনুক। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু জাফর রিপন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মসুচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার মাসুদা ভাট্টি, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, জেলা পুলিশ সুপার আসলাম খান পিপিএএ। এছাড়া প্রশিক্ষণে জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সরকারি ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং জেলা এনজিও এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তথ্য জানার অধিকার সবার আছে। কিভাবে তথ্য জনতে হয় এ বিষয়ে আইন নির্ধারণ করা আছে। সবাই এই আইন মেনে জেলার বিভিন্ন তথ্য জানতে পারবে।

এ সকল বিষয়েই উক্ত তথ্য প্রশিক্ষণ কর্মসূচিতে জানানো ও বোঝানো হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের গুরুত্ব ও তাতপর্য প্রশিক্ষনে তুলে ধরা হয়। মুন্সীগঞ্জের ৬টি উপজেলা থেকেই বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে আংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্যায়ে তথ্য অধিকার আইনের আওতায় জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টায় জনঅবহিত করন সভার আয়োজন করা হয়। উক্ত জনঅবহিত করন সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ এবং সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। অবহিত করন সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের প্রশ্নের মুখমুখি হন প্রধান অতিথি তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। তিনি তাদের প্রশ্নের উত্তর বুঝিয়ে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *