মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে

কাজী বিপ্লব হাসান:  মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। জেলা ইনডোর ষ্টেডিয়ামে বিকাল ৫ ঘটিকায়, উক্ত উদ্বোধনী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, মোহাম্মদ ফয়সাল বিপ্লব। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মোঃ জুবায়ের এর সভাপতিত্ত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন,অ্যাডভোকেট শামছুন নাহার শিল্পী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মঈন কাদের রবিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ফারুক, দুই যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন ও নছিবুল ইসলাম নোবেল, কোষাধ্যক্ষ আনজার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাগর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ক্রীড়া আপনাকে বিশ্ব ভ্রাতৃত্বের সাথে সংযোগ করে দেয়। আজকে ক্রীড়া আমাদের সবচেয়ে উপকারি বন্ধু। কেননা আমাদের তরুণ সমাজকে দেশি-বিদেশী চক্র নানাভাবে মাদকাসক্ত করে বিপথগামী করার চেষ্টা করছে। সেখান থেকে ক্রীড়া তাদেরকে ফিরিয়ে রাখবে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈত ভাবে ২১টি দল ,একক ভাবে ১৭টি দল ও মেয়েদের ৪টি দল অংশগ্রহণ করবে। প্রথম দিন ১২টি দলের খেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *