জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব- ১৭) শুভ উদ্বোধন

কাজী বিপ্লব হাসান : উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব- ১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। ০২রা জুলাই ২০২৪ বিকাল ০৪:০০ ঘটিকায় শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আনিছ উজ্জান আনিছ, চেয়ারম্যান, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার অফিফা খান এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঈন কাদের রবিন ও যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিউর ইসলাম হীরু, জেলা ফুটবল ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, রামপার ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু শেখ ও খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে দুটি গ্রæপে ১০টি দল অংশগ্রহন করে। যথা- বাংলাবাজার ইউনিয়ন, রামপাল ইউনিয়ন, মহাকালী ইউনিয়ন, পঞ্চসার ইউনিয়ন, আধারা ইউনিয়ন, শিলই ইউনিয়ন, চরকেওয়ার ইউনিয়ন, মোল্লাকান্দি ইউনিয়ন, বজ্রযোগিনি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভা। উদ্বোধনি ম্যাচে রামপাল ইউনিয়ন ১-০ গোলে বাংলাবাজার ইউনিয়নকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে পঞ্চসার ইউনিয়ন ৪-০ গোলে মহাকালী ইউনিয়নকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *