মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা

মোঃ রুবেল: মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২টায় মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে আলোচনা সভা শুরু হয়। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন দৈনিক নয়াদিগন্তের গজারিয়া প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, আমার সাংবাদের শ্রীনগর প্রতিনিধি মোঃ শাহজাহান খান, দৈনিক আমার বার্তার গজারিয়া প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোমিন বিশ্বাস, নয়াদিগন্তের শ্রীনগর প্রতিনিধি আব্দুর রাকীব, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, দৈনিক মানব জমিনের সিরাজদিখান প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, দৈনিক বর্তমান সময়ের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন রাজমল্লিক, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি শামসুল হুদা খান হিটু, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ হোসনে হাসানুল কবির, দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ মিনহাজুল ইসলাম, দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার গজারিয়া প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন সায়মন, প্রতিদিনের কাগজের টঙ্গীবাড়ি প্রতিনিধি কাদির খান, দৈনিক বাংলাদেশ পরিক্রমা জেলা প্রতিনিধি মোঃ ফাহাদ মোল্লা, এশিয়ান টিভির টঙ্গীবাড়ি প্রতিনিধি মোঃ সাইয়েদুর রহমান সুমন, টিটু চৌধুরী, মোরসালিন রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ মাসুম, সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রহমত উল্লাহ, দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মোঃ নজরুল হাসান ছোটন, দৈনিক যুগান্তরের গজারিয়া প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, দৈনিক বাংলাদেশ পরিক্রমার জেলা প্রতিনিধি মোঃ শামীম হোসেন, দৈনিক সমকালীন কাগজ জেলা প্রতিনিধি মোঃ সুমন হোসেন, দৈনিক স্পষ্টবাদী জেলা প্রতিনিধি মোঃ আব্দুল মালেক, দৈনিক প্রভাতী খবর জেলা প্রতিনিধি মোঃ রুবেল বেপারী, দৈনিক বিশ্ব মানচিত্র জেলা প্রতিনিধি কাজী মুহাম্মদ, দি রিপাবলিক জেলা প্রতিনিধি লাইজু আক্তার, দৈনিক বর্তমান কথা জেলা প্রতিনিধি কাজী আনসার, দৈনিক টারমিগান স্টাফ রিপোর্টার মোঃ আজিম মোল্লা, বাংলাদেশ সমাচার মুন্সীগঞ্জ রিপোর্টার মোঃ জসেদ মিয়া, দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি মোঃ মাসুদ হাসান খান, দৈনিক জনতা গজারিয়া প্রতিনিধি মোঃ রানা সরকার, বিএন২৪নিউজডটকম শ্রীনগর প্রতিনিধি খায়রুজ্জামান, দৈনিক সংলাপ মুন্সীগঞ্জ জেলাপ্রতিনিধি দৈনিক জনতা রিতা মোঃ সজীব হোসেন ও মোঃ আব্দুল্লাহ মুজাহিদ।
এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জন্য কাজ করতে হবে। অপ্রত্যাসিত ঘটনা এড়িয়ে চলার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাংবাদিক পেশায় নতুন যারা আসতে চায় তাদেরকে অবশ্যই উৎসাহিত করতে হবে তবে দেশের প্রচলিত যে নিয়ম আছে তা অনুসরণ করতে হবে। এছাড়াও বক্তারা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন ঘটনার সঠিক তদন্ত করে খুনীদের বিচার করতে হবে। এ আন্দোলনে যেসকল সাংবাদিক নিহত হয়েছেন তারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার করতে হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও যে সকল সাংবাদিকগণের নামে মামলা হয়েছে তা অচিরেই প্রত্যাহার করারও দাবী জানানো হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *