অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও বলছে, সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবে। তবে সেই নির্বাচন কবে হবে, তা জানার আগ্রহ সবার।
বিষয়টি অবশেষে আরও একটু পরিষ্কার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। গতকাল রোববার তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে। তবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর। সেই সঙ্গে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্যও আন্তরিক চেষ্টা করা হবে।
সরকার ও শিক্ষার্থীদের এই উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ও সহযোগিতা করবে—এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া প্রথম বক্তৃতায় ইউনূস এসব কথা বললেন। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৬৭ জন মিশনপ্রধান যোগ দেন।
সরকার ও শিক্ষার্থীদের এই উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ও সহযোগিতা করবে—এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া প্রথম বক্তৃতায় ইউনূস এসব কথা বললেন। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৬৭ জন মিশনপ্রধান যোগ দেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় বিপ্লব’ অভিহিত করে ড. ইউনূস বলেন, হাজার হাজার ছাত্র-জনতা শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। তিনি পালিয়েছেন। কিন্তু সেটা নিরাপত্তা বাহিনী ও তাঁর (হাসিনা) দলের ছাত্রসংগঠন (ছাত্রলীগ) স্বাধীনতার পর দেশে ভয়াবহতম বেসামরিক হত্যাকাণ্ড ঘটানোর পর। শত শত মানুষ খুন হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। কয়েক শ শিক্ষার্থী হয় দৃষ্টিশক্তি হারিয়েছে অথবা হারাতে চলেছে। আর কোথাও ছাত্রদের গণতান্ত্রিক, বৈষম্যমুক্ত, ন্যায়সংগত, পরিবেশবান্ধব ও মানবাধিকার সুরক্ষিত থাকবে, এমন একটি দেশের স্বপ্নের কথা বলতে গিয়ে এত মূল্য দিতে হয়নি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে যান।
ইউনূস বলেন, দেশে পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। ক্ষমতা আঁকড়ে থাকতে হাসিনার সরকার গত দেড় দশকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে নির্মম নিষ্পেষণ চলেছে। নির্বাচনে নগ্ন কারচুপি হয়েছে। তরুণদের কয়েকটি প্রজন্ম কোনোরকম ভোটাধিকার চর্চা ছাড়াই বড় হয়েছে। পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো লুট হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের কোষাগার লুটে নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা এখন এমন একটি দেশ চায়, যেখানে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত পরিচয়নির্বিশেষে মানুষ নিজেদের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা পাবে। সরকার গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও বাক্স্বাধীনতা সমুন্নত রাখবে।
অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এমনটি জানিয়ে ড. ইউনূস বলেন, সব ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আর পরিস্থিতি স্বাভাবিক করতে যত দিন লাগবে, তত দিন সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাবে।
সহিংসতায় নিহত হওয়ার ঘটনাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত ও বিচারের জন্য জাতিসংঘকে সহায়তা দেওয়া হবে। অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সরকার সুদূরপ্রসারী অর্থনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও অব্যবস্থা দূর করার কাজও হাতে নেবে বলেও জানান তিনি।
ইউনূস বলেন, এই ক্রান্তিকালে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ ও গভীর সংস্কার চায়। যাতে প্রকৃত ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। এটা বেশ বড় কাজ। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান। সংস্কার শেষ করতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কোনো ইঙ্গিত দেননি সরকারপ্রধান।
আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সই করা চুক্তি ও অঙ্গীকারগুলো সরকার মেনে চলবে, বিদেশি দূতদের এমন বার্তাও দেন ড. ইউনূস। একই সঙ্গে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে, মর্যাদা ও পূর্ণ অধিকারসহ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে প্রেস ব্রিফিংয়ে জানান, আয়োজনটি মূলত দেখা-সাক্ষাতের হওয়ায় রাষ্ট্রদূতেরা অনুষ্ঠানে কোনো প্রশ্ন করেননি।
গণমাধ্যমে কী সংস্কার আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ কিছু বিষয়ে সংস্কার করতে চায় সরকার।
গতকাল বেলা ১১টায় শুরুর কথা থাকায় কূটনীতিকদের বেশির ভাগ তার আগেই পৌঁছে যান হোটেলে। কিন্তু ড. ইউনূস যখন এলেন, তখন বেলা প্রায় ১টা। তার আগেই একাধিক রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থল ছেড়ে যান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রদূত দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হোটেল ছেড়ে যাওয়ার সময় আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা ৪০ মিনিটে এসেছি। তিনি এখনো এলেন না। হয়তো তাঁর ব্যস্ততা আছে। কিন্তু কেউ আমাদের কিছু বলছে না!’
অনুষ্ঠান দেরিতে শুরু করার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, বিভিন্ন সংগঠনের লোকেরা ২-৩টি গ্রুপে প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন। তাঁদের কয়েকজন তাঁর সাক্ষাৎ চেয়েছিলেন। প্রধান উপদেষ্টা মনে করেন, প্রতিবাদের অধিকার সবার আছে। তিনি তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। এতে দেরি হয়ে গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যক্তিগত সফরে বিদেশে থাকায় অনুষ্ঠানে ছিলেন না। তবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ স্থানীয় অন্য ঊর্ধ্বতন কূটনীতিকেরাও অনুষ্ঠানে যোগ দেন।