ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না: নবীউল্লাহ নবী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না।

তিনি রবিবার যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছি। প্রতিনিয়ত তিনি খোঁজ খবর নিয়েছেন। আন্দোলন চালিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করেছি। স্বৈরাচার হাসিনার পতন ত্বরান্বিত করতে যাত্রাবাড়ীতে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র-জনতার রক্তে ভিজেছে যাত্রাবাড়ী। আমাদের অনেক দলীয় নেতাকর্মী প্রাণ দিয়েছেন। শতশত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে ফ্যাসিস্টদের দোষরদের কোনো ঠাই হবে না।

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আলহাজ বাদল সরদার।

উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য জামশেদুল আলম শ্যামল, কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোসলেউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বাদল।

 অনলাইন প্রতিবেদক, বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *