মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রচার উপ-কমিটির সভা অনুষ্ঠিত

কাজী বিপ্লব হাসান: বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। আগামী ১১ই ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিন গুলো কিভাবে পালন করা হবে, এই নিয়ে জেলা তথ্য কর্মকর্তা নিজ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। ০৮ ডিসেম্বর, রবিবার মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ তথ্য অফিসারের অফিস কক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রচার উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপ-কমিটির আহ্বায়ক জেলা তথ্য অফিসার রহিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাশির উদ্দিন জুয়েল, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান, বাংলা ভিসনের মুন্সীগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি নজরুল হাসান ছোটন, দৈনিক রজতরেখার সদর উপজেলা প্রতিনিধি গোলাম আশরাফ খান উজ্জল, দিপ্ত টিবির কায়সার হামিদ ও জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি হেলাল উদ্দিন খান। সভায় প্রচার কার্যক্রমের মধ্যে বিজয় দিবসের অগ্রীম কর্মসূচি প্রচার, পতাকাবিধি, চলচ্চিত্র প্রদর্শনী, সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, পত্রিকাসমূহে মহান বিজয় দিবসের ক্রোড়পত্র প্রকাশসহ বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি প্রচারের বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *