মুন্সীগঞ্জে শহর বিএনপি’র শীতবস্ত্র বতরণ
তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহর বিএনপি। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ হয়। এ সময় ৩’শ হতদরিদ্র ও শীতার্ত নারীপুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
এছাড়াও শহরের ২ নং ওয়ার্ডের খালইস্ট ও ৯ নং ওয়ার্ডের পাঁচঘড়িয়া কান্দিতে আরও ৫ ‘শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই’য়ের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শহর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু।
মুন্সীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (তপন মোল্লা) সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, মো. নাজির হোসেন মাদবর, বিএনপির নেতা শাহাবুল মৃধা, শরফুদ্দিন আহমেদ সুমন, শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ মাহমুদ প্রমুখ।