তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে প্রতিবেশিদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর সুতার ওয়েস্ট্রিজ মালামালে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) ভোরে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোরদপুর গ্রামে ব্যবসায়ী নুর ইসলামের (৫৬) বাড়ির সামনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৫ টার দিকে ব্যবসায়ী নুর ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ব্যবসায়ী নুর ইসলাম জানান, বিনোদপুর গ্রামের প্রতিবেশি হাসান দেওয়ান, হোসেন দেওয়ান. আলী মিয়া ও আলাউদ্দিন দেওয়ানের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো তার। ইতোমধ্যে ওই প্রতিবেশিরা তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো।
এরমধ্যে মঙ্গলবার ভোর ৪ টার দিকে ওই প্রতিবেশিরা তার বাড়ির সামনে মজুদ করে রাখা সুতার ওয়েস্ট্রিজ মালামালের স্তুপে আগুন দিয়েছে বলে দাবী করেন ব্যবসায়ী নুর ইসলাম।
পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুনে প্রায় ২ লাখ টাকার ওয়েস্ট্রিজ সুতা পুড়ে গেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আগুনের ঘটনা জানতে পেরেছি। ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।