কাজী: ০৯/০২/২০২৫ তারিখ দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ এর টংগিবাড়ি উপজেলার বালিগাও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা ফুড এন্ড বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে,
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করা হচ্ছে। এছাড়া উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো : আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।