মুন্সীগঞ্জ সিভিল সার্জনের ডিজিটাল স্ক্রিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবু সাঈদ দেওয়ান সৌরভ,মুন্সীগঞ্জ সিভিল সার্জনের ডিজিটাল স্ক্রিনে এখনো অক্ষত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। সিভিল সার্জন মুন্সীগঞ্জ অফিসে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। রবিবার(২৩ ফেব্রুয়ারি) সকালে নাগরিক কমিটির একজন সদস্যের একটি ভিডিও ফুটেজের মাধ্যমে বিষয়টি সামনে আসে।
ভিডিও ফুটেজের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ২০৪০ সাল পর্যন্ত সন্ত্রাস নির্মূল করবেন। মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন অফিসের ডিজিটাল স্ক্রিনে এখনো এই স্লোগান চালানো হচ্ছে। স্ক্রীনে ভেসে উঠলো “২০৪০ সালের মধ্যে সন্ত্রাস নির্মূল করতে চাই-শেখ হাসিনা- প্রধানমন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এমন একটি লেখা রয়েছে।
এ বিষয়ে ছাত্রদল সভাপতি আবুল হাসেম জানান, এ ধরনের স্ক্রীন চালানোর সাহস যারা করছে তারাই ফ্যাসিষ্ট সরকারের দোসর। তাদের বিষয় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা: মো.  মনজুরুল আলম জানান, দেশের পট পরিবর্তনের পর এটা পরিবর্তন করা হয়নি। যেহেতু আমি প্রতিষ্ঠান প্রধান দায় আমার উপরই বর্তায়। নাইটগাট ভূলে রাতে ডিজিটাল স্ক্রীন চালু করে দিয়েছে। আমি জানার সাথে সাথেই নামিয়ে ফেলার ব্যবস্থা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *