কাজী: ০৪/০৩/২০২৫ তারিখ দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলার বেতকা বাজার ও বেতকা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বেতকা বাজারের শুভ ভ্যারাইটিজ স্টোরে মনিটরিংকালে দেখা যায় যে, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এছাড়া তাদের গুদামে মনিটরিং করে দেখা যায়, সতের টি কার্টনে বিভিন্ন ব্রান্ডের মোট ২৮৮ লিটার সয়াবিন তেল মজুদ করে রাখা হয়েছে। দোকান টিকে পাচ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল বোতলজাত সয়াবিন তেল এম আর পি মূল্যে উপস্থিত ক্রেতাদের নিকট বিক্রি করবার নির্দেশ দেয়া হয়।
এছাড়া বেতকা চৌরাস্তা এলাকায় মেসার্স সোহানা মেডিকেল কর্নারে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসি টিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
কনকর্ড মেডিকেল হলে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসি টিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।