পাকিস্তানের আকাশে ইসরায়েলের ড্রোন: ভূপাতিত ২৫

অনলাইন ডেস্ক:পাকিস্তানের লাহোরসহ অনেক শহরের আকাশে, ইসরায়েলি ইউএভি উড়ছে। আজ তাদের মধ্যে ২৫টি ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ভারত ভীত হয়ে এখন ইসরায়েলি হ্যারপ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। পাল্টা পদক্ষেপে এই ধরনের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।

অন্যদিকে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হ্যারপ ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার রাডারগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা ব্যুহ দিয়ে পাকিস্তানের ১৫টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ চালানোর একদিন পর সীমান্তে দুই পক্ষের গোলাগুলি ও উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার হ্যারপ ড্রোন ব্যবহারের খবর এল।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আইএসপিআরের এক বিবৃতিতে ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা ভারতের হামলা প্রতিহত করার দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান সেনাবাহিনী তাদের কৌশলগত অস্ত্র ও মারণাস্ত্র দিয়ে ইসরায়েলে নির্মিত ২৫টি হ্যারপ ড্রোন ভূপাতিত করে।

“পাকিস্তানের হামলার পাল্টা জবাবে পাঁচটি যুদ্ধবিমান হারিয়ে, সৈন্য হারিয়ে ভারত এখন ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে। এতে বোঝা যাচ্ছে, ভারত কতটা ভয় পেয়েছে।”

এই বিবৃতি দেওয়ার আগে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, গত রাতে পাকিস্তানি বাহিনী ১২টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।

তিনি স্বীকার করেন, একটি ড্রোন একটি সামরিক স্থাপনায় আঘাত হানলে চারজন সৈন্য আহত হয়।

পাঞ্জাবের লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি ও বাহাওয়ালপুরে, সিন্ধু প্রদেশের মিয়ানো, ছর ও করাচির উপকণ্ঠ লক্ষ্য করে ভারত ড্রোন হামলা চালিয়েছিল বলে দাবি করেন জেনারেল শরিফ। এর মধ্যে লাহোরের কাছে একটি ড্রোন আঘাত হানে।

ভূপাতিত ড্রোনের ভগ্নাবশেষের ছবি পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে।

ভারতের ড্রোন হামলায় মিয়ানোয় একজন বেসামরিক ব্যক্তি নিহত হন বলে জানান আইএসপিআর মহাপরিচালক।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

এদিক ভারতের সামরিক সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমে খবর এসেছে, হ্যারপ ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ রাডারগুলো অকার্যকর করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

সেই সঙ্গে রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যুহ এস-৪০০ এর মাধ্যমে পাকিস্তানের নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় সামরিক বাহিনীর।

বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের আগে ভারতের সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাট রাজ্যে থাকা ১৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের চালানো হামলা প্রতিহত করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধসিয়ে দিয়েছে।

হ্যারপ বা হারপি ড্রোনের কার্যকারিতা নিয়েও ভারতের সংবাদমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *