২৪/০৫/২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার শহর বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ফার্মেসি তে মনিটরিং করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে সংরক্ষণ ও বিক্রয় না করতে নির্দেশনা দেয়া হয়।
মুক্তা মেডিকেল হলে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
ReplyForward |