আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়িসহ শাহাবুদ্দিন পেদা (২৮) নামে এক মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সদরের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় আসামির কাছ থেকে ২ টি প্লাস্টিকের বস্তা থেকে ৭ টি স্কচটেপে মোড়ানো মোট ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এবং একটি নীল রঙের পিক-আপও আটক করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত ২৮ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা পুলিশ।
প্রাসঙ্গিক, আটককৃত শাহাবুদ্দিন পেদা বরগুনা জেলার আমতলী উপজেলার নাসির পেদার ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রীয়াধীন৷