মুন্সীগঞ্জে তামাক নিয়ন্ত্রন আইন প্রশিক্ষন ‘

কাজী বিপ্লব হাসান: তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয় প্রশিক্ষন হয়েছে। জেলা সার্কিট হাউজে সম্মেলন কক্ষে সকাল ১১ টায় উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব শফিউল আলম। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জসিম উদ্দীন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ন রশিদ, সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক উক্ত প্রশিক্ষনে জেলার প্রতিটি দপ্তরের প্রধানগণ প্রায় 50জন উপস্থিত হয়ে প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব শফিউল আলম বলেন, তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা ধুমপান বর্জন করি। অন্যকেও এই পরামর্শ দেই। পাবলিক প্লেসে ও যানবাহনের মতো  জনবহুল এলাকাকে ধুমপান মুক্ত রাখতে সহায়তা করি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নত বলেন, এখন আমরা আধুনিক যুগে থেকেও সেই পুরানো আমলের তামাক থেকে উৎপাদিত পন্য বর্জন করতে পারছিনা। এটা আমাদের নিজেদের কারনেই হচ্ছে। আমরা যদি উৎসাহ ভরে সকলে এই তামাক নিয়ন্ত্রনে এগিয়ে আসি। একে অপরকে বুঝিয়ে বলি তামাক জাতদ্রব্য বর্জন করার জন্য। বিশেষ করে বালক ও তরুন বয়সের ছেলে-মেয়েদের। তাহলে তামাক নিয়ন্ত্রন আইন সহজে বাস্তবায়ন হয়ে যাবে। সকলেই আজ প্রশিক্ষন থেকে এই শপথ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *