কাজী মুহাম্মাদ:মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় সুমন ও তার সহযোগীদের হামলায় মোস্তফা ও জসিম মৃধা নামে ২জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এদিকে ওইদিন সন্ধ্যায় চাঁদাবাজ সুমনকে এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় সুমন ও তার সহযোগীদের কঠোর শাস্তির দাবিতে বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার চুড়াইন গ্রামের সুমন ও তার সহযোগীরা পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে চাঁদাবাজি করেছে। এখনো চাঁদাবাজি করে আসছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। চাঁদা না দিলে তারা মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় গতকাল রোববার সুমন ও তার সহযোগীরা জসিম মৃধা ও তার ভাই মোস্তফা মৃধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তারা আরোও বলেন, সুমন একজন চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভটিজার। তার যন্ত্রণায় স্কুলের মেয়েরা রাস্তাঘাটে চলাচল করতে পারেনা। ইভটিজিং সহ মাদক ব্যবসার সাথেও জড়িত আছেন বলে জানান তারা। গতকাল সুমনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।