আবু সাঈদ (সৌরভ) : চরম ভোগান্তি ও পরিবেশ দূষণের আরেক নাম মিরাপাড়া বৌ বাজার এছাড়াও এ বাজারের অতিরিক্তি জনসমাগম ও রাস্তায় অনেক বেশি যান চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দূর্ঘটনার মাধমে মৃত্যু ঝুঁকি এবং পরিবেশ দূষণ। ইজারার মাধ্যমে পৌর কৃর্তপক্ষ বছরে সাড়ে ১৪ লক্ষ টাকা আয় করলেও ইজারাদার কিংবা পৌর কৃর্তপক্ষ এ বাজারের সমস্যা সমাধানে কোন উদ্যোগ গ্রহন করেনি। রাস্তার অধিকাংশ স্থান জুড়ে মাছ বাজার বসার কারণে তীব্র যানজট ও বাজার শেষে মাছ বাজারের প্রচন্ড দূগন্ধ এবং যতত্রত বাজারের সকল পচনশীল দ্রব্যের কারণে পরিবেশ দূষন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার সিপাহীপাড়া-রিকাবী বাজার রাস্তার মিরাপাড়া মসজিদ সংলগ্ন এই বাজারটি সম্পূর্ন রাস্তার উপরে বসে। বিশেষ করে শশানের গেইটের সামনে কিছু মাছ বিক্রেতা সেচ্ছাচারিতার কারণে বাজারে অনেক বেশি গোলযোগের সৃষ্ঠি হয়। আশপাশের বান্যিজ্যিক এলাকা ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অতি গুরুত্বপূর্ন ও মহাব্যস্ত এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়িত প্রায় এক লাখ মানুষ এবং ট্রাকসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ব্যস্ত এই রাস্তার মধ্যে বাজারের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্র্Í যানজট লেগেই থাকে। এছাড়াও দূর্ঘটনার সম্ভবনা ও মারাত্মক দূর্ঘটনার কারণে মৃত্যু ঝুকি তো রয়েছেই।
স্থানীয় একজন ছাত্র জানায়, পৌর কৃর্তপক্ষের রাস্তার উপরে বাজার বসানোর অনুমতি দেওয়া মোটেও ঠিক হয়নি। ভোগান্তি, যানজট আর দূর্ঘটনা ও পরিবেশ দূষনের অন্যতম প্রধান কারণ এ বাজার। পৌর কৃর্তপক্ষের সঠিক তদারকির মাধ্যমে এ বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মামুন জানান, বাজার শেষে ময়লা আর্বজনা পড়ে থাকে অনেক দূগন্ধ ছড়ায়। তাছাড়া মাছ বিক্রেতারা রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রাখে। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী।
এ বিষয়ে বাজার ইজারাদার মারুফ জানান, বাজারের সমস্যা নিয়ে পৌরসভা ও উপজেলা নিবাহর্ী অফিসারকে অনেকবার জানানো হয়েছে। তারা কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ের কথা বলতে পৌর নিবার্হী বজলুর রশীদকে অফিসে গিয়ে পাওয়া যায়নি। তিনি মুঠোফোনে জানান, মাঝে মধ্যেই আমরা মনিটরিং করি। প্রতিদিনই পৌরসভার লোকজন গিয়ে ময়লা নিয়ে আসে।
মিরকাদীম পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আমি যেদিন যাবো বাজার কমিটিকে আমার সাথে কথা বলতে বলেন।
স্থানীয়দের দাবী কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ে বাজর ব্যবস্থাপনা উন্নয়ন ও যানজট নিরসন এবং পরিবেশ দূষণের হাত রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।