কাজী বিপ্লব হাসান: ১৯ই অক্টোবর ২০২৩ শেখ রাসেল দিবস, ১৬ই ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস এবং ৫ই ফেব্রæয়ারি ২০২৪ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে নানা বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। উক্ত প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত প্রতিযোগিদের মধ্যে আজ ৫ই ফেব্রæয়ারি সকাল ১১টায় মুন্সীগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত ফেরদৌস। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর বাঘবাড়ি সমাজ কল্যান পাঠাগারের সভাপতি জসিম মোল্লা, নারায়নগঞ্জ সরকারি লাইব্রেরীর সাবেক লাইব্রেরীয়ান মোশারফ হোসেন, জেলা সঞ্চয় অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুর রশিদ মোল্লা। এছাড়া বিজয়ী প্রতিযোগিগণ ও তাদের অভিভাবকদের কলরবে মুখর হয়ে উঠে গ্রন্থাগার প্রাঙ্গন। রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত ছড়া, উপস্থিত বক্তৃতা ও বই পাঠ বিষয়ে ক, খ, গ ও ঘ গ্রæপে সর্বমোট ৫২ জন প্রতিযোগিকে উক্ত অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। তাদের হাতে সনদ পত্র ও বই পুরষ্কার হিসেবে তুলেদেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।