ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩১,১১২

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা থামছেই না। গত পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ১১২ জন নিহত হয়েছেন।হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার হওয়া ৭২ শতাংশই শিশু ও নারী।

গাজায় ইসরাইলের এই আগ্রাসনের কারণে ৮৫ শতাংশ ফিলিস্তিনিকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। সৃষ্টি হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কট।

জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *