মুক্তি পেলেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

সংগ্রাম অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর মুক্তি পেলেন তিনি।

উল্লেখ্য, তাঁকে ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল।

আজ সোমবার (১১মার্চ) জামায়াতের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ খবর নিশ্চিত করেন।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সরকার তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘ ১৫ মাস কারাগারে আটক রেখে কষ্ট দিয়েছে। তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিন প্রাপ্ত হন। আজ ১১ মার্চ সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে আমীরে জামায়াতকে রিসিভ করেন জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের,এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,গাজীপুর মহানগরী আমীর জামাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *