মুন্সীগঞ্জে নকশা শ্রমিক মোস্তফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ফার্নিচারের নকশা শ্রমিক মোস্তফা খালাসি (৪২) হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকের সামনে ঘন্টাব্যাপি মাববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নিহত মোস্তফার স্ত্রী-সন্তানসহ কয়েকশতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা জানান, কাঠের নকশা না করার তুচ্ছ ঘটনায় মোস্তফাকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষ রাজন শিকদার। এতে স্বজন হারিয়ে ৩ সন্তান নিয়ে অনিশ্চিত জীবন এখন নিহতের পরিবারের। এঘটনায় মামলা করলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামী রাজনকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
পরে শহরের প্রধান প্রধান সড়কপ বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
প্রসঙ্গত, গত শনিবার (১৬মার্চ) সকালে টঙ্গীবাড়ীর বাঘিয়া বাজারে কাঠের নকশা করা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষ রাজন মোস্তফা খালাসির গোপনাঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত মোস্তফা টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *