আমাদের সহকর্মী দৈনিক বাংলাদেশ সমাচার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও গোয়ালপাড়া নিবাসী আনিসুর রহমান রলিন তার বড় ছেলে প্রমিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মগবাজার আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঈদের পরদিন থেকে পেটের ব্যথায় ভুগছিল প্রমিজ।আল্লাহতায়ালা রলিনের ও তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন। আল্লাহতায়ালা প্রমিজকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।