পেনসিলভেনিয়ার হাতে জয়-পরাজয়ের চাবিকাঠি?

অনলাইন:মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার। একদিকে কমলা হ্যারিস। তো অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হোয়াইট হাউসে কে বসবেন?‌ আর তা নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে পেনসিলভেনিয়া রাজ্য। এই রাজ্যে রয়েছে ১৯টি ইলেক্টোরাল ভোট। ২০২০ নির্বাচনে কিন্তু পেনসিলভেনিয়া বড় তফাত গড়ে দিয়েছিল।

উল্লেখ্য, ১৯৯২ থেকে পেনসিলভেনিয়ার ভোট পেয়ে আসছিল ডেমোক্রাটরা। কিন্তু ২০১৬ সালে হিসাব বদলে দিয়েছিলেন ট্রাম্প। আর ১৯৪৮ থেকে এখন পর্যন্ত পেনসিলভেনিয়াই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা নিয়ে এসেছে। আর ডেমোক্রাটরা ১৯৪৮ সালের পর পেনসিলভেনিয়ার সমর্থন ছাড়া হোয়াইট হাউসে প্রবেশ করতে পারেননি।

তাই এই রাজ্যে প্রচার জোরদার করেছেন হ্যারিস ও ট্রাম্প। ১৯টি ইলেক্টোরাল ভোট পেতে মরিয়া দু’‌জনেই। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে পেতে হবে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। প্রাধান্য রাখতে হবে অ্যারিজোনা, নেভাডা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ার উপর। এই সাত প্রদেশের ভোট খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া। তারপরই রয়েছে নর্থ ক্যারোলিনা আর জর্জিয়া। এই তিন কেন্দ্রে যে বাজি মারবেন, তিনিই মসনদে বসবেন, এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
সূত্র : আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *