কাজী আনছার ১১/১১/২০২৪ তারিখ দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ এর লৌহজং উপজেলার নওপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুদি দোকান, ফার্মেসি ও মিষ্টির দোকানসমূহে ও কোল্ড স্টোরেজে তদারকি করা হয়।
নওপাড়া কোল্ড স্টোরেজে মনিটরিং করা হয়। আলুর মজুদের পরিমাণ ও আলু খালাসের পরিমাণ তদারকি করা হয়। ব্যবসায়ীদেরকে ক্রয় রশিদ সংরক্ষণ ও বিক্রয় রশিদ প্রদান করতে নির্দেশনা দেয়া হয়।
এছাড়া নওপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে পণ্যসামগ্রীর ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করবার নির্দেশ দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করতে নিষেধ করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের কারণে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ , অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল হাসান, লৌহজং উপজেলা ক্যাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু এবং লৌহজং থানা পুলিশের একটি টিম।