বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে পাচ হাজার টাকা জরিমানা

কাজী আনছার: ২০/১১/২০২৪ তারিখ দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ এর গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড ও বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রেস্টুরেন্টসমূহে তদারকি করা হয়।

বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্ট ও স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে এবং একই ফ্রিজে কাচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে পাচ হাজার টাকা জরিমানা এবং স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
রেস্টুরেন্ট দুইটি কে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করবার জন্য এবং কাচা ও রান্না করা খাবার পৃথক ফ্রিজে সংরক্ষণ করবার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ , অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মারুফা হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, উপজেলা ক্যাবের সভাপতি মো: নাসির উদ্দীন এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *