কাজী আনছার:২৮/১১/২০২৪ তারিখ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাও বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সার, বীজ ও কীটনাশকের দোকানসমূহে তদারকি করা হয়।

ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন করবার, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করবার ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ করবার নির্দেশ দেয়া হয়।
সফি উদ্দিন মোল্লা ট্রেডার্স দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সুমী সীড স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে সার বিক্রি করা হয়েছে। দোকান টিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ , অভিযানে সহযোগিতা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: হুমায়ুন কবির, জেলা বাজার কর্মকর্তা জনাব এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *