আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪ – ২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, মুন্সীগঞ্জ এর আয়োজনে ” বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” বৃহস্পতিবার দুপুর ১২ টায় পলক অটিজম স্কুল মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়৷
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা রেজিস্টার অফিসার মোঃ পারভেজ ভূইয়া, পলক অটিজম স্কুল উপদেষ্টা মহিউদ্দিন আহম্মেদ, প্রধান মিক্ষক নুরুজ্জামান ও প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন পলক অটিজম বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।
উক্ত ক্রীড়া উৎসবে পলক অটিজম স্কুলের ৫০ জন শিক্ষার্থী ৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। তাদের জন্য আরো বেশি বেশি প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজনের কথা বলেন অতিথিরা। বিভিন্ন খেলাধুলার চর্চার মাধ্যমে এসব বিশেষ শিক্ষার্থীরা সমাজের মূল স্রোতে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। খেলাধুলার চর্চা ও প্রসার বৃদ্ধি করতে উৎসাহ প্রদানে জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সবাই কে জার্সি এবং পুরস্কার প্রদান করা হয়।
অতিথিরা খেলাধুলার মানোন্নয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জের পক্ষ থেকে পলক অটিজম স্কুলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।