ইসলামী ছাত্র শিবির এর প্রকাশনা উৎসব

কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ দিন ব্যাপী বই প্রকশনা উৎসব পালিত হচ্ছে। নতুন বছর ২০২৫ উপলক্ষে এই প্রকাশনা উৎসব পালিত হচ্ছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২ দিন ব্যাপী এই উৎসব চলছে। ৩০ ও ৩১ জানুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার এই বই প্রকাশনা উৎসব পালিত হয়েছে।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ১ম দিন প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন শহীদ শারিক চৌধুরীর পিতা আনিসউজ্জা-মান। ২য় দিনে জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রকাশনা উৎসবে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আজহারুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার সুজন শরীফ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ প্রমুখ। ২য় ও শেষ দিনে প্রকাশনা উৎসবে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা উপস্থিত থেকে তাদের পছন্দ সই বই খোঁজ করেন। প্রকাশনা উৎসবে বই এর ৩টি স্টল ও ৩ টি সাহিত্য কর্নার ছিল। সেখানে ইসলামী বই সহ নানা ধরনের বই প্রকাশিত হয়েছে। আজ ৩১ শে জানুয়ারি উক্ত প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করেন জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *