১৬৮৯৫ জন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন মুন্সীগঞ্জ জেলায়

 মো. রুবেল: আজ ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মুন্সীগঞ্জ জেলায় মোট ১৬ হাজার ৮শত ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে এসএসসি সাধারণ শিক্ষার্থী ১৫ হাজার ৯ জন, এসএসসি ভোকেশনাল ৬শত ৬০জন, দাখিল সাধারণ শিক্ষার্থী ১১শত ৯২জন ও দাখিল ভোকেশনাল ৩৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জেলার ৬টি উপজেলার ৩০টি মুল কেন্দ্রের ৫০টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি

সম্পন্ন করা হয়েছে। যেকোনো অনিয়ম ও দুর্নীতি রোধ করতে সর্বদা সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন। এসএসসি পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন বলেন, পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৬টি উপজেলার ৫০টি ভেন্যুতে পরীক্ষাগুলো

অনুষ্ঠিত হবে। এ বছর জেলায় ১৬ হাজার ৮শত ৯৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যেকোনো অনিয়ম দুর্নীতির ব্যাপারে আমরা সজাগ রয়েছি। কোচিং বন্ধের ব্যাপারে ইতোমধ্যেই নির্দেশনা এসেছে। আমাদের কাছে অনিয়ম কিংবা কোচিংয়ের ব্যাপারে কোন খবর আসলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *