জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার সকাল ১১টায় সদর উপজেলার সিপাহিপাড়ায় ফরিন প্লাজায় সংগঠনটির নিজ কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী দা.বা. । জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সভাপতি মুফতি এমদাদুল হক আরেফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি সানা উল্লাহ কাসেমী সঞ্চালনা করেন সংগঠনটির মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমী। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির মধ্যে যারা উল্লেখ্য যোগ্য পদে রয়েছেন তারা হলেন সভাপতি মুফতী ইমদাদুল হক আরেফী,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমী,