মুন্সীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর লাশ উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ: মুন্সীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর পুকুরের কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় শামসুল হাওলাদার নামের এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর থেকে এই দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে। নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে।
এর আগে গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দিনমজুর সামশুল হাওলাদার। নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার।
মুন্সীগঞ্জের সহকারি পুলিশ সুপার ( শ্রীনগর ও সিরাজদিখান সার্কেল) ইমরান খান জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এক নারীসহ ২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার করতে সক্ষম হয় । ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *