আবু সাঈদ দেওয়ান সৌরভ,মুন্সীগঞ্জের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডে বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় সাহাবির মিয়া (১৪) নামে বাসের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ব্রীজের উপরে পাকিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত সাহাবির মিয়া লৌহজং উপজেলার পালগাওঁ পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।
নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, ৩ দিন আগে বাড়ি হতে বের হয় সাহাবির। সারদিন গাড়িতে হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি ।
ফায়ার সার্ভিসের তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা গ্রহন করা হবে।