আবু সাঈদ (সৌরভ: মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদীকা নারগীস আলম৷
এসময় উপজেলা মহিলা দলের নেত্রী বৃষ্টি আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদীকা উজালা বেগম, তেউটিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আজমেরীআজমেরী বেগম প্রমুখ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, জিয়ার রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিস, তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. মুক্তার হোসেন খান প্রমুখ৷
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ওও তোবারক বিতরণ করা হয়।
আবু সাঈদ (সৌরভ