আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসব আয়োজন করা হয়। ০৭ ডিসেম্বর (রবিবার) শিল্প কলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন , জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উক্ত পিঠা উৎসবে আগত অতিথিবৃন্দ বিভিন্ন স্টলে পরিবেশিত বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য এর অংশ বিভিন্ন পিঠাপুলি পরিদর্শন করেন।
এছাড়াও শিল্পকলা প্রাঙ্গণে একটি পথনাটক অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকাটি পরিবেশিত হয়।