কাজী মুহম্মদ:মুন্সীগঞ্জে সুজন- সুশাসনের জন্য নাগরিক সংগঠনের সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ এর জন্য নাগরিকের ভাবনা কিরূপ এ বিষয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ই ডিসেম্বর ২০২৫ সকাল ১১. টায় আনন্দ কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন-এর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ককারী দিলীপ কুমার সরকার। জেলা সুজন-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, সুজন-এর জেলা সাধারণ সম্পাদক জানে আলম প্রিন্স, সহ-সভাপতি একে এম দেলোয়ার হোসেন ও জামাল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রানা। এছাড়া সুজন-এর সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দিলীপ কুমার সরকার বলেন, সামনে নির্বাচন আগত। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গণতান্ত্রিক উত্তোরনের নির্বাচন জনগণকে উপহার দিতে। আমরা চাই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের মানদন্ড অনুসরন করে ও অংশীজনদের যথাযথ ভুমিকা পালন করে নির্বাচনটি যেন সম্পন্ন করে। ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ও জনগনের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার ঘটিয়ে যেন এই নির্বাচন সম্পন্ন হয়। বর্তমান সরকার এবং সকল জনগণের কাছে আমাদের সুজন-এর পক্ষ থেকে এই কামনা করছি।
এ ছাড়া উপস্থিত ছিলেন- সুজনের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সজন সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রানা, রহমত উল্লাহ দেওয়ান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।