আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর , মুন্সীগঞ্জ এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব সমাবেশ আয়োজন করা হয়। ০৭ ডিসেম্বর (রবিবার) শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরফী।
যুব সমাবেশে বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরুণদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার যুবকদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বদ্ধ পরিকর। সরকার দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে এবং পাশাপাশি বিভিন্ন ভাতার ব্যবস্থা করছে। সঠিকভাবে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবজীবনে প্রয়োগ করে যুবকরা আগামীর বাংলাদেশ বিনিমার্ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন , জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
আবু সাঈদ (সৌরভ)