ড. মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জে

দৈনিক আমারদেশ” পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এর নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আমার দেশ পরিবার ও পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি,পেশাজীবি,সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আইনজীব ফোরামের সভাপতি তোতা মিয়া,শহর বি,এন,পি সদস্য সচিব মাহবুব আলম স্বপন, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মানবাধিকার কর্মী এডভোকেট,মোস্তাফিজুর রহমান ভ’ইয়া প্রেসক্লাব সভাপতি বাছির উদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি,সহ-সভাপতি গুলজার হোসেন  সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান,মাহবুব আলম লিটন,সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী,আবু সাঈদ সোহান মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান,জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট মো: জামাল হোসেন,সাংবাদিক আবদুস সালাম, মাঈনুদ্দিন সুমন,জুয়েল রানা,হাসান জুয়েল,হুমায়ুন আহমেদ,যমুনা টেলিভিশন প্রতিনিধি সাকিব,সাইফুল ইসলাম প্রমুখ। কর্মসূচি সমন্বয়ক ছিলেন আমার দেশ জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান। মানব বন্ধনে বক্তারা মজলুম সম্পাদক,ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক ড. মাহমুদুর রহমানের নামে দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত শতাধিক মামলা প্রত্যাহার এবং মুক্তির জোড় দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *