বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ শে জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের অফিসে এ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ মহসীন, সাংগঠনিক সম্পাদক মো: নাহিদ ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আরো অনেক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।