কাজী আনসার: ২৪/১২/২০২৪ তারিখ বিকাল চারটা থেকে পাচটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মাতৃ বাণিজ্যালয় তে মনিটরিং কালে দেখা যায় যে, দোকান টিতে চাউল বিক্রি করা হচ্ছে কিন্তু মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নিউ ঘরোয়া হোটেলে মনিটরিং কালে দেখা যায় যে, খাদ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। হোটেলটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিউ তকদির হোটেলে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না করা হচ্ছে।
হোটেলে টিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি প্রতিষ্ঠান কে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম।